Department of Telecommunications | টেলিযোগাযোগ অধিদপ্তর
টেলিযোগাযোগ অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মেনু নির্বাচন করুন

.

মোঃ জাহাঙ্গীর আলম

ডি জি

 

জনাব মোঃ জাহা্ঙ্গীর আলম ১৯৬০ সালের ২ জানুয়ারী নরসিংদী সদর উপজেলার শ্রীনগর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি সদর উপজেলার সাটিরপাড়া কালি কুমার উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং ঢাকা কলেজ হতে এইচএসসি পাশ করেন। তিনি তদানীন্তন রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) হতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। জনাব আলম ১৯৮৪ সনের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসাবে সুনামগঞ্জ জেলায় যোগদান করেন। তিনি ২০১১ সনে ভারতের নয়াদিল্লীস্থ ইন্সটিটিউট অব এ্যাপ্লাইড ম্যানপাওয়ার রিসার্চ (আইএমএআর) থেকে হিউম্যান রিসার্চ প্লানিং এন্ড ডেভেলপমেন্ট (এইচআরডিএন্ডপি) এর উপর এম. এ ডিগ্রি লাভ করেন এবং ২০১১ সনে মিরপুরস্থ ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড সার্ভিস কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন।


কর্মজীবনে তিনি রাঙ্গামাটি সদর, কুমিল্লা সদর ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় উপজেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক, জীবনবীমা কর্পোরেশনের জিএম, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের উপ-পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) প্রকল্প পরিচালক এবং তদানীন্তন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ(CCA)পদে কর্মরত ছিলেন। তিনি গত ০৫/০৯/২০১৬ খ্রিঃ তারিখে টেলিযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক হিসাবে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন।